মীর এ বি এম জাকির হোসেন
বইটির মূল্যঃ ৳৩৮০ (তিনশত আশি টাকা)
বইয়ের সাথে আছে - অনলাইন সিডি
প্রাপ্যতাঃ বইটি ষ্টকে আছে
ডিজাইন এবং নির্মানের প্রতিটি ধাপের চিত্রসহ তিনটি সম্পূর্ন রোবট প্রজেক্ট’স
রোবটের মেক্যানিকাল, ইলেকট্রনিক্স এবং প্রোগামিং এর সম্পূর্ন বিবরন
রিমোট অথবা স্বয়ংক্রিয় প্রোগ্রামিং এর মাধ্যমে রোবট নিয়ন্ত্রন
সেন্সর ডিজাইন এবং পানির নিচের চিত্রগ্রহন
লোকাল মার্কেটে সহজলভ্য উপকরন ব্যবহার করে কম সময়ে রোবট নির্মান
রোবট ডিজাইন এবং সিম্যুলেশনের জন্য প্রয়োজনীয় সফটওয়ার
পানির নিচে চলনক্ষম রোবট বানানো্র আগে কিছু কথা জানা জরুরী। প্রথমত, পানির নিচে গভীরে, সাধারন রেডিও ওয়েভ কাজ করে না। সুতরাং, সাধারন রিমোট কন্ট্রোল সার্কিট এখানে কাজ করবে না। পানির নিচে VHF(Very High Frequency) ওয়েভ কাজ করে। সেক্ষেএে এই বইতে যে রোবটটি ডিজাইন করা হবে, তা নিয়ন্ত্রিত হবে তার বা কেবল এর সাহায্য অথবা সর্ম্পুন্ন স্ব-নিয়ন্ত্রিত বা অটোমেটিকভাবে। তার দিয়ে কমান্ড, কন্ট্রোল [command, control] সিগ্যনাল প্রেরন করে রোবটকে নিয়ন্ত্রন করা সম্ভব। দ্বিতীয়ত, রোবটটি ঢ়েউ বিহীন পানিতে চালনা করতে হবে।
পানির নিচের রোবট অধ্যায়ে তিনটি রোবট নির্মান দেখানো হয়েছে। এদের একটি হচ্ছে, মাছ রোবট। এই মাছ রোবটটি পানির নিচে মাছের মতো চলতে পারে এবং লেকের তলার চিত্র পাঠাতে পারে। এই রোবটটি তার দিয়ে নিয়ন্ত্রন যোগ্য অথবা কোন তার ছাড়াও নিয়ন্ত্রনযোগ্য। দ্বিতীয় রোবটটি হচ্ছে, লেক এক্সপ্লোরার বা লেক পরিভ্রমনকারী। এই রোবটটি একটি ছোট সাবমেরিনের মতো লেকের নিচে চলাচল করতে পারে। এটি পাম্পের সাহায্য ডুবতে এবং ভাসতে পারে, এমনকি পানির নিচে কোন এক স্থানে ভারসম্যপূর্ন অবস্থায় থাকতে পারে। এটিকে তারের সাহায্য বা সর্ম্পূন্ন অটোমেটিকভাবে মিশন সর্ম্পন্ন করতে পারে। আর শেষ রোবটটি দ্বিতীয় রোবটের মতোই, তবে এর নির্মান এবং কার্যক্রম অনেকটা কার্যকর সাবমেরিনের মতো।
মাছ রোবট, যেটি পানিতে মাছের মেকানিজম অনুসরন করে চলতে পারে।
বোতল দিয়ে নির্মিত সাবমেরিন
সাবমেরিন রোবট