সর্বস্বত্ব - কিকাই
বয়স – ১২+ (বারো বছর এবং ততোধিক বয়সের জন্য)
বইটির মূল্যঃ ৳ ৪৮০ (চারশত আশি টাকা)
ম্যানুয়েলের সাথে আছে - অনলাইন সিডি।
প্রাপ্যতাঃ ম্যানুয়েলটি ষ্টকে আছে
“অরডুইনো দিয়ে রোবট বানাই” লার্নিং কিটে একটি ডিফারেন্সিয়াল ড্রাইভ রোবট নির্মানের প্রয়োজনীয় সকল মেক্যানিকাল, ইলেকট্রনিক্স, প্রোগামিং ও সিম্যুলেশন সফটওয়ার, লার্নিং ম্যানুয়েল, টিউটোরিয়াল, ভিডিও, অনলাইন-সাপোর্ট সহ প্রয়োজনীয় সকল উপকরন সংযুক্ত করা আছে। এই কিটের উদ্দেশ্য, শিক্ষার্থীকে সহজে প্রজেক্ট নির্মানের মাধ্যমে রোবট নির্মান শেখানোর জন্য সকল উপকরন একসাথে সন্নিবেশিত করা; যেন ব্যবহারকারী সহজেই কিটটি ব্যবহার করে প্রজেক্ট নির্মানের মাধ্যমে রোবটিক্স শিখতে পারেন।
-- This kit Contains Instructions, Components, Software, Documentation and Live Tute Support for starting an easy –self learning Robotics course.
এই লার্নিং ম্যানুয়েলটি ব্যবহার করে অরডুইনো নির্ভর রোবট নির্মান করা যাবে। অরডুইনো রোবট কিট টি শুধুমাত্র শিক্ষামূলক কাজে ব্যবহারের জন্য নির্মান করা হয়েছে। যেহেতু এটি কখনোই প্রফেশনাল কাজে ব্যবহার উপযোগী প্রডাক্ট নয়; সেহেতু কিটে সংযুক্ত রোবটকে প্রফেশনাল কাজে ব্যবহার করা যাবেনা।
অরডুইনো রোবট কিট কে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন রোবট বিষয়ে নতুন যেকোন পাঠক খুব সহজেই বিষয়বলী বুঝতে পারেন এবং রোবট নির্মান করতে পারেন। তবে কিটের পরিসর সীমাবদ্ধ রাখার জন্য ইলেকট্রনিক্স, প্রোগামিং ও অরডুইনো এর বেসিক বিষয় সর্ম্পকে আলোচনা করা হয়নি। যদিও এই লার্নিং কিটের রোবট নির্মানের জন্য প্রয়োজনীয় সকল ইলেকট্রনিক্স ও প্রোগামিং কোড সংযুক্ত করা হয়েছে এবং সাথে সাথে প্রোগামের কোন অংশ কি কাজ করে তা বিস্তারিত বর্ননা করা হয়েছে।
সহজ বিবরন।
যথেষ্ট ছবি ও ডায়াগ্রাম মাধ্যমে ধারনা প্রদান।
সহজ লজিক্যাল কোডিং এবং কোডিং এর সাথে বিস্তারিত কমেন্ট প্রদান।
অনেকগুলো কাজ একত্রে করতে সক্ষম কার্যকর রোবট নির্মান।
অরডুইনো রোবট কিটে একটি ডিফারেন্সিয়াল ড্রাইভ রোবট নির্মানের সকল উপকরন সরবরাহ করা হয়েছে। সাথে সাথে রোবট নির্মানের প্রয়োজনীয় দিকনির্দেশনা, সফটওয়ার, প্রোগাম ইত্যাদি সংযুক্ত রয়েছে। প্রোগামের উপর নির্ভর করে রোবটটি,
অটোনমাস নেভিগেশনে সামনে, পিছনে, ডানে, বামে চলতে ও ঘুরতে পারে।
নিজের চারপাশের বাধার অবস্থান নির্নয় করতে পারে।
নিজের চারপাশের বাধাকে এড়িয়ে চলতে পারে।
এডজ (Edge) বা ঢাল চিহ্নিত করতে পারে এবং এড়িয়ে চলতে পারে।
টেবিলের বা সমধর্মী সারফেসে চলতে পারে।
টেবিলের বাধা সমূহ এড়িয়ে চলতে পারে এবং টেবিল থেকে পড়ে যায়না।
আলো নির্নয়ক সেন্সরের সাহায্য আলো খুজতে পারে বা এড়িয়ে যেতে পারে।
টেবিল গার্ড রোবট হিসাবে কাজ করতে পারে।
লাইন ফলোয়ার রোবট হিসাবে কাজ করতে পারে।
আলো ও শব্দ ব্যবহার করে নিজের বিভিন্ন অবস্থা সর্ম্পকে জানাতে পারে।
বিভিন্ন নেভিগেশন এলগোরিদম পরীক্ষার জন্য উপযুক্ত প্লাটফর্ম।